Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ
বিস্তারিত
  • ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন অন্তর্গত শাহপুর গ্রামে এই ১তলা বিশিষ্ট মসজিদটি অবস্থিত। প্রায় ২৫০ বছর আগের এই মসজিদটি পুন: নির্মান করা হয়। মসজিদ থেকে আযানের ধ্বনি শোনার জন্য ২তলা বিশিষ্ট একটি মিনার নির্মান করা হয়। নতুন নির্মান করা মসজিদটির পাশেই ২৫০বছরের পুরনো মসজিদ রয়েছে , যার মধ্যে ৫টি গম্বুজ রয়েছে।  রতনপুর ইউনিয়নের মধ্যে এত সুন্দর গম্বুজ ধারী মসজিদ আর নেই। মসজিদটির পশ্চিম পাশে এই নতুন মসজিদ নির্মান করা হয়। মসজিদটি পূর্ব পাশে একটি এতিমখানা রয়েছে।