কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) হলো তৃণমুল পর্যায়ে স্থাপিত কৃষকদের দ্বারা পরিচালিত একটি আইসিটিভিত্তিক তথ্য সেবা কেন্দ্র। গ্রাম পর্যায়ে স্থাপিত এসব এআইসিসি’র মাধ্যমে কৃষকেরা নিজেরাই নিজেদের মাঝে তথ্য সেবা গ্রহণ ও বিতরণের কাজটি করছেন। এসব কেন্দ্রে প্রশিক্ষণসহ যাবতীয় আইসিটি উপকরণ (কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মডেম, ক্যামেরা ইত্যাদি) সরবরাহ করা হয়েছে। কৃষি তথ্য সার্ভিস থেকে কৃষি পরামর্শ গ্রহীতাদের অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হচ্ছে। এর ফলে প্রান্তিক জনগণের মাঝে তথ্য প্রাপ্তির সুযোগ বৃদ্ধি হয়েছে। বর্তমানে দেশব্যাপী ৪৯৯টি কেন্দ্র তাদের কার্যক্রম পরিচালনা করছে। সমীক্ষায় দেখা গেছে প্রতিটি এআইসিসি থেকে দৈনিক ২২-২৫ জন মানুষ তথ্য সেবা পেয়ে উপকৃত হচ্ছেন।
কৃষি বিষয়ক সেবার তালিকাঃ
১।সকল শ্রেণির কৃষক/উদ্যোক্তাগণকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান।
২।প্রকল্প/ রাজস্ব কার্যক্রমের আওতায় প্রযুক্তি ভিত্তিক প্রদর্শনী স্থাপন।
৩।কৃষি উৎপাদন পরিকল্পনা প্রণয়ন।
৪।প্রকল্প ভিত্তিক কৃষক প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের সচেতনতা বৃদ্ধিকরণ।
৫।ফসল উৎপাদন পরিকল্পনা প্রণয়ন।
৬।উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি জন্ত্রপাতি বিতরণ।
৭।উদ্যান নার্সারি রেজিষ্ট্রেশন।
৮। বালাইনাশক রেজিষ্ট্রেশন, ডিলার নিবন্ধন ও নবায়ন।
৯।সার ডিলারশীপ নবায়ন।
১০।অনলাইন সার সুপারিশ প্রদান।
১১। কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন।
১২। এ্যাপস এবং মোবাইল এর মাধ্যমে কৃষি সেবা প্রদান।
১৩।কৃষি আবহাওয়া ও আগাম সতর্কীকরণ এবং পূর্বাভাস প্রদান।
১৪।কৃষি বিষয়ক উৎপাদন প্রযুক্তি, সার ও সেচ ব্যবস্থাপনা।
১৫।কৃষি জমির মাটি পরীক্ষা ও সার সুপারিশ।
১৬। ফসলের ক্ষতিকর রোগ পোকা সনাক্তকরণ ও সমাধান।
১৭।ভেজাল সার, বালাইনাশক ও পিজিআর বাজার মনিটরিং এবং মান নিয়ন্ত্রণ।
১৮। দেশি বিদেশি ফলের উন্নত জাতের মান সম্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ।
১৯। সরকারি ধান, চাল, গম ও আলু সংগ্রহে সহায়তা প্রদান।
২০। কৃষি পন্য আমদানি ও রপ্তানিতে সংগনিরোধ কার্যক্রম পরিচালনা করা।
২১। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন( ডিপ্লোমা কৃষিবিদ)।
২২।বাজার সংযোগ স্থাপন।
২৩।প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও ফসলহানির প্রতিবেদন।
২৪। শস্য কর্তন ও ফলন নিরুপনে পরিসংখ্যান বিভাগের সাথে সমন্নয় সাধন।
২৫।গবেষণাগার ও আন্তঃ মন্ত্রণালয় সংস্থার সাথে সমন্নয় সাধন।
২৬। বিভাগীয় কার্যক্রমের প্রতিবেদন তৈরি ও প্রেরন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা
মোবাইল নং : ০১৮২৮৩৮৭৮৩৭
নবীনগর উপজেলা হতে রছুল্লাবাদ হয়ে রতনপুর, রতনপুর হতে শাহপুর ইউনিয়ন অফিস
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS